
লাকসামে মুক্তিযোদ্ধাদের সাথে ইসলামী আন্দোলন প্রার্থীর মতবিনিময়
লাকসাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পীর সাহেব চরমোনাই মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ-এর মতবিনিময় সভা লাকসামের একটি অভিজাত হোটেলে আজ ১৬ ডিসেম্বর ‘২৫ ইং মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আগামীর করনীয় নির্ধারনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ।
স্বাধীনতা যুদ্ধের মূল ৩ দাবী ছিলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও এর বাস্তব প্রতিফলন ঘটে নাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের রায় নিয়ে সংসদে গিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় লাকসাম-মনোহরগঞ্জ এর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামছুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল মতিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।