মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ আটক-১

আইন আদালত চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ আটক-১

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ধলঘাটায় বিশেষ অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ফারুক (৩২) নামে একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪ টার সময় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান-গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ির সদস্যরা মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *