লাকসামে বহিষ্কৃত যুবদল নেতার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে বহিষ্কৃত যুবদল নেতার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লাকসাম প্রতিনিধি:
‎কুমিল্লার লাকসামে বহিষ্কৃত যুবদল নেতা সফিউল্লার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
বহিষ্কৃত যুবদল নেতা শফিউল্লা স্থানীয় শ্রমিক নেতা ইউনুস মিয়া, কামরুজ্জামান সবুজ ও আবু বক্কর সুমনের ছবি ব্যবহার করে এক মানববন্ধনে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেন ভুক্তভোগী তিন নেতা।
‎বুধবার লাকসাম বাইপাস এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তাতী দলের সভাপতি ইউনুস মিয়া, সিএনজি মালিক সমিতি পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান সবুজ এবং জাসাস নেতা আবু বক্কর সুমন অভিযোগ করেন—বহিষ্কৃত যুবদল নেতা শফিউল্লাহ তাদের ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছেন।
‎‎বক্তারা উল্লেখ করেন, “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী শফিউল্লাহ বিএনপির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে।
এসব কারণে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবুও সে সিএনজি স্ট্যান্ড দখল ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে।”
‎তারা আরও জানান, শফিউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নিজের অপরাধ আড়াল করার জন্যই তাদের ছবি ব্যবহার করে মিথ্যা মানববন্ধন দেখানোর চেষ্টা করেছে সে।
বক্তারা ঘোষণা দেন, খুব শীঘ্রই শফিউল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লাকসাম সিএনজি মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন, আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ হাসান উদ্দিন, প্রচার সম্পাদক শুকুর আলীসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *