রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের ৫’শ গাছের চারা রোপণ

অর্থনীতি চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের ৫’শ গাছের চারা রোপণ

 

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি হ্রাসকল্পে লক্ষ্মীপুরের রায়পুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের উদ্যোগে ৫০০ ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও ব্যাংকের উপমহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মোঃ আরশাদ আলী, পূবালী ব্যাংক পিএলসির রায়পুর উপজেলা শাখার ব্যবস্থাপক মশিউর রহমান শাহিন, রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ প্রমুখ।

আয়োজকরা জানান, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি মাচ্চেন্টস একাডেমি, কামিল মাদরাসা, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও মহিলা কলেজসহ ৮টি স্থানে ৫০০ টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।

 

পর্যায়ক্রমে উপকূলীয় এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মধ্যে নারিকেল গাছের রোপনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ও অঞ্চল প্রধান হাফিজুর রহমান বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।

উপকূলীয় এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান ও জলোচ্ছ্বাসসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।

বেশি বেশি গাছ লাগালে সামাজিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। আমাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বৃক্ষরোপণের বিষয় নির্দেশনা দিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *