কুষ্টিয়ায় বানভাসিদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

অর্থনীতি খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় বানভাসিদের মাঝে

বিএনপির ত্রাণ বিতরণ

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় ১ হাজার ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিজ হাতে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, যুবদল আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু ও ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ৩ কেজি আলু প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি আগস্টের শুরু থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

প্লাবিত হয় সহস্রাধিক হেক্টর জমির ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত। পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি দুর্গতদের।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আমরা আজও বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে এসেছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”

মসজিদে ফজরের নামাজে গুলিবর্ষণে নিহত-২৭


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *