
চৌদ্দগ্রামে ২ বন্ধুর স্মরণে টিভি
কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রয়াত দুই বন্ধুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বন্ধুরা।
বুধবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়ন কালিকাপুর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত দুই বন্ধু মরহুম আবু বক্কর মিন্টু ও হান্নানের স্মরণে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের এএসপি নিশাত তাবাসসুম।
কালিকাপুর সামাজিক উন্নয়ন ফোরামের উপদেষ্টা শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মু. ইব্রাহিম, বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুন মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাজী আবুল কালাম, সহকারী সেক্রেটারী আবদুর রহিম তালুকদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান, কালিকাপুর সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি আবদুর আলিম সাহেদ, সাধারণ সম্পাদক আবু মোস্তফা রায়হান, কালিকাপুর স্পোর্টস ক্লাবের মোঃ মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেনসহ এলাকার সামজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাকছি ফুটবল একাদশ বনাম প্রাণী সম্পদ ফুটবল একাদশ।
লক্ষ্মীপুরে গৃহপারিচারিকা ধর্ষণ-জবাবে পাল্টা গনধর্ষণ মামলায় কারাগারে-৩