
কক্সবাজারে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে পর্যটন কেন্দ্রিক এলাকা কলাতলির সড়ক ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। টেকনাফের হ্নীলা পূর্ব রঙিখালীতে পানি বন্দী হয়ে পড়েছে ৩০০ পরিবার। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা পর্যন্ত) ১৪৬ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া ও বৃষ্টি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান জানান, জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
https://www.sangbadtoday.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/