ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়ায় সরকারি খালের উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কিছু অসাধু দখলদারদের বিরোদ্ধে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে খাল ভরাট করে ঘর নির্মাণ এবং খালের বাকি অংশ বাঁধ দিয়ে ব্যক্তিগত পুকুরের সাথে একত্রিত করে ভোগ দখল করছে অবৈধ দখলদাররা।ফলে পানির গতিপথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার কাছে লিখিত অভিযোগ করেছেন ষাইটশালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রবাসী রুহুল আমিন।

তিনি বলেন, জোরপূর্বক সরকারি খাল দখলের পাশাপাশি আমার ব্যক্তি মালিকানা জায়গাও দখল করে নেয় তারা।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ষাইটশালা মৌজায় ৪০৭২ দাগে ০.৮৪ একর ভূমি ক্রয় মূলে আমি মালিক ও দখলদার বিদ্যমান আছি।

কিন্তু আমি প্রবাসে থাকায় আমার ক্রয়কৃত

( কুমিল্লা-মিরপুর) সড়কের উত্তর পাশে আমার ক্রয়কৃত ৪০৭২ দাগে ২০ ফুট প্রস্ত জায়গা এবং আমার জায়গার পাশে ৪০৯৯ দাগে সরকারি খাল দখল করে নেয় ষাটশালা গ্রামের অহিদ আহাম্মদ আখন্দের ছেলে রেহান উদ্দিন আখন্দ, সফন আহম্মেদ আখন্দের ছেলে বোরহানউদ্দিন আখন্দ, কাজী মোঃ জলিলের ছেলে কাজী আলমগীর মাস্টার, বজলু মোল্লার ছেলে মোঃ মহিউদ্দিন মোল্লা।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি খাল ভরাট করে একটি টিনের ঘর নির্মাণ করে। যে ঘরে প্রতিদিন সন্ধ্যার পরে বসে মাদকের হাট। এর পাশাপাশি সরকারি খালটির বাকি অংশ বাধ নির্মাণ করে তাদের পুকুরের সাথে একত্রিত করে ফেলে। ফলে খালে পনির  স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যায়।

এতে পানি নিষ্কাশন না হতে পেরে এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়। এব্যপারে অবৈধ দখলদার থেকে আমার ব্যক্তি মালিকানা ও সরকারি খাল উদ্ধার পূর্বক প্রতিকার চাই।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *