
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু !
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাবাসসুম নামের (১৯ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু তাবাসসুম ওই এলাকার ওয়াসীমের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত তাবাসসুমের কাকা রুবেল।
এলাকাবাসী ও পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮ টায় তাবাসসুমের মা তাকে একা ঘরে রেখে বাড়ির পাশে কাজ করতে ছিল। কাজ শেষে সকাল ৯ টায় তার মা ঘরে এসে দেখে তাবাসসুম ঘরে নেই।
পরে বাড়ির বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা।
এ সময় তারা বাড়ির উত্তর পাশের পুকুরে তাবাসসুমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।