শেরপুরে ভিডিও বানাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু !

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি দুর্ঘটনা ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

শেরপুরে ভিডিও বানাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু !

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় কন্টেন্ট ভিডিও বানাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে।

১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা এলাকার সোনাঝুড়ি জঙ্গলে ঘটনাটি ঘটে।

নিহত ফারুক ঝিনাইগাতী উপজেলা ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের পাহাড়ের ভিতরে কয়েকদিন যাবত ৪২টি হাতি সহ ৫/৬টি শাবক অবস্থান করছে।

আজ বিকেলে খাবারের সন্ধানে হাতিগুলো জঙ্গলের দিকে আসলে ফারুক নামের যুবক ভিডিও করতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরতর আহত হয়।

পরে স্থানীয় এলাকাবাসী ও বনবিভাগের কর্মকর্তারা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, আজ বিকেলে ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে

ক্ষতিপূরণ পাওয়ার জন্য নিহত পরিবারকে বনবিভাগের কাছে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *