নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অর্থনীতি কৃষি জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে জাতীয় মৎস্য

সপ্তাহের উদ্বোধন

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
“অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
 উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা সহ সফল উদ্যোক্তা ও মাছ চাষীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

https://www.sangbadtoday.com/?p=2182


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *