
সোনাইমুড়ীতে খোনারের
আস্তানা সিলগালা
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২নং নদোনা ইউনিয়নের অন্তর্গত হাটগাঁও গ্রামের মানিক খোনারের নিজের বাড়ির ভিতরে আলোচিত আস্তানা টি সিলগালা করা হয়।
সোমবার দুপুর ১২ ঘটিকার সময় সোনাইমুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান মানিক খোনারের সকল প্রকার ঝাড়-ফুঁক,পানি পড়া সহ সকল অপ চিকিৎসা নিষিদ্ধ করেন।
এর আগেও বিভিন্ন পত্রপত্রিকা ও স্থানীয় গণমাধ্যমে তার অপ চিকিৎসার ব্যাপারে লেখালেখি হলে, মানিক খোনার উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান এর কাছে মুচলেকা দেন কোন ধরনের অপ চিকিৎসা এবং কি সাধারণ মানুষের সাথে কোন ধরনের প্রতারণা করবে না মর্মে। কিন্তু তিনি তার কথা রাখলেন না, তিনি স্বাভাবিক গতিতে তার এ অপ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যায়। তাই তাকে না পেয়ে তার আস্তানাটি সিলগালা করে দেয়, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান।
এ বিষয় জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান বলেন, আমরা আজ মানিক খোনারের আস্তানা টি সিলগালা করেছি। ভবিষ্যতে যদি মানিক খোনারের মত কেউ এ ধরনের অপ চিকিৎসা করে আমরা সাথে সাথে সেই অপ চিকিৎসা বিরুদ্ধে অ্যাকশনে যাবো।