কুমারখালীর আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা খেলা অনুষ্ঠিত

খুলনা খেলাধুলা জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন....,

কুমারখালীর আন্তর্জাতিক স্যান্ডার্ড

রেটিং দাবা খেলা অনুষ্ঠিত

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি এবং মাদক ও স্মার্টফোনের অপব্যবহার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করে কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশন।

এতে ভারতের চারজন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানা বয়সি দাবাড়ু অংশগ্রহণ করেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম প্রমুখ।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি কক্ষে বসেছে ২৭ সেট দাবা।

এতে নানাবয়সি দেশী-বিদেশী দাবাড়ু খেলা করছেন। খেলা দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা ও খেলোয়ারদের স্বজনরা।

রাজশাহী থেকে এসেছেন সপ্তম শ্রেণির ছাত্র এস এম ফারাবী রহমান।

সে বলে, ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে খেলেছি। এখানে বড়দের সঙ্গে খেলতে কিছুটা ভয় লাগছে। তবুও জয়ের প্রত্যাশায় খেলছি।

তার ভাষ্য, ভবিষ্যতে গ্রান্ড মাস্টার বা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে। ফারাবীর মা শিল্পী খাতুন বলেন, এখানে ফারাবী সকলের ছোট। না পারলেও ভাল অভিজ্ঞতা অর্জন হবে।

সে জন্য বাচ্চাকে নিয়ে আসা। কোলকাতা থেকে প্রথমবার ঢাকার বাইরে খেলতে এসেছেন শুভংকর মৈত্রী।

তিনি বলেন, ব্যবস্থাপনা খুবই ভাল। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা চলছে।

বাংলাদেশ এসএবির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, দাবা খেলায় খরচ কম। দাবা খেললে মেধা বিকাশ ঘটে, ধর্যশীল, সহনশীল ও ভদ্র হওয়া যায়।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠন এবং বিশিষ্ট দাবাড়ু কাজী মোতাহার হোসেনের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এমন দাবার আয়োজন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহন।

তিনি বলেন, এতে দেশ ও বিদেশ থেকে ৫৪ জন নানাবয়সি খেলোয়াড় অংশ নিয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেল ৫টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *