
পাম অয়েল, ডালডা আর সাবানের গুঁড়া মিশিয়ে দুধ তৈরি-মোবাইল কোর্টের অভিযান
রিফাত, পাবনাঃ
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে পাম অয়েল, ডালডা এবং সাবানের গুঁড়া মিশিয়ে বিষাক্ত নকল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারের দুটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে দেখা যায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ পাম অয়েল, ছানার পানি, ডালডা, আটা, ক্রিম এবং সাবানের গুঁড়া মিশ্রিত করে কৃত্রিম দুধ তৈরি করা হচ্ছিল।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ পচনশীল মালামাল ও দুর্গন্ধযুক্ত পচা মিষ্টি জনসমক্ষে ধ্বংস করা হয়।
এছাড়া দুধ তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত ক্রিম সেপারেটর মেশিন, ব্লেন্ডারসহ অন্যান্য অপচনশীল মালামাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দোকান দুটি বর্তমানে তালাবদ্ধ করে চাবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিম্মায় রাখা হয়েছে।
নকল দুধ তৈরির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে আটককৃতদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাসরি সাজা প্রদান করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না—এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের খবর পেয়ে মূল হোতা ও দোকানের মালিক হাফিজুর রহমান হীরা কৌশলে পালিয়ে যান।
প্রশাসন জানিয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।