‎ভিমরুলের কামড়ে শেরপুর ভিক্টোরিয়া স্কুলের ১৬ শিক্ষার্থী আহত ‎ ‎

আইন আদালত দুর্ঘটনা ময়মনসিংহ রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

‎ভিমরুলের কামড়ে শেরপুর ভিক্টোরিয়া স্কুলের ১৬ শিক্ষার্থী আহত ‎ ‎ ‎

আব্দুল লতিফ, শেরপুরঃ

শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ভিমরুলের কামড়ে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

১৮ আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের আক্রমণ করে।

এতে আতঙ্ক সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা একটু জটিল বলে জানিয়েছে চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম।

‎শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, এর আগে একাধিকবার ভিমরুলের চাকের বিষয়ে শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

‎এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাশ শুরুর আগেই এই ঘটনা ঘটে।

পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। বর্তমানে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে বলেও তিনি জানিয়েছেন।

‎স্থানীয় বাসিন্দা আলমগীর কিবরিয়া বলেন, এই ঘটনা এড়িয়ে যাওয়া কঠিন কিছু ছিলোনা। চাইলেই এই ভিমরুল গুলো অপসারণ করা যেতো।

শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরেও তারা অপসারণ করেনি। তাই আমরা বিষয়টি অবহেলা হিসেবে বিবেচনা করছি। ‎ ‎এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনীছা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

‎ ‎তবে এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, এই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসা চলছে। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।

ডাকসু শিবিরের প্যানেলে ভিপি সাদিক-জিএস ফরহাদ

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *