
কুমিল্লা বদরপুর রেল লাইনের পাশ
থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুমিল্লা রেলস্টেশনের উত্তর পাশে বদরপুর এলাকা থেকে রুবেল হোসেন (৩০) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুমিল্লা রেলস্টেশনের উত্তর পাশে বদরপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাহিদার রহমান স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান উদ্ধার করা লাশটি স্থানীয় বিষ্ণুপুর গ্রামের জান্টু মিয়ার ছেলে ওমান প্রবাসী রুবেল হোসেন (৩০)। তিনি বিগত ৩ বছর পূর্বে বাংলাদেশে আসেন।
তিনি গত বুধবার গবীর রাত থেকে ভোর যে কোন সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেল লাইনের
পাশে পড়ে ছিলেন।
তিনি আরও জানান নিহত রুবেল হোসেন এর মাথার পিছনে এবং সামনে ফাটা ছিল যা অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে। স্থানীয় সূত্র জানায় তার মৃত্যুর বিষয় টি রহস্য জনক।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাহিদার রহমান জানান বৃহস্পতিবার সকাল ১০টায় গিয়ে আমরা রেল লাইনের পাশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। গভীর রাত থেকে ভোর যে কোন সময় তার মৃত্যু হতে পারে।
তবে মাথার পিছনে এবং সামনে ফাটা ছিল অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে।
ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে।