
বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
রোববার ১৪ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে উপজেলার সাদকপুর উদার গাজী শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে আলোচনা সভা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমানের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের এবং পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নওশের আহমেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা অবসর সুবেদার গাজী সরু মিয়া মেম্বার, বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক আব্দুল হক,, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ আহম্মেদ, প্রিন্সিপাল মাওলানা শহীদুল্লাহ্ আনসারী, প্রিন্সিপাল মাওলানা নেয়ামত উল্লাহ, ইউপি সদস্য যথাক্রমে আব্দুল হক, নজরুল ইসলাম ভূইয়া,শেফাউল করিম, জামাল হোসেন।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।