চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ-সেক্রেটারী আলমগীর

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ-সেক্রেটারী আলমগীর

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ দলিল লিখক সমিতি চৌদ্দগ্রাম শাখার ২০২৬-২৭ অর্থবছরের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে ৩৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ শাহীন, সেক্রেটারী পদে ৩৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর আলমগীর হোসেন। রবিবার দুপুর ২ঘটিকা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৩ঘটিকা পর্যন্ত।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার প্রবীন দলিল লিখক এনামুল হক চৌধুরী ফলাফল ঘোষণা করেন। ৫৮জন ভোটার ০৯টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলো; সহ-সভাপতি মোঃ শাহজাহান, সহ-সাধারন সম্পাদক- মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক-মোঃ আব্দুল হামিদ, অর্থ সম্পাদক-মোঃ আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক-কামাল হোসেন, প্রচার সম্পাদক-রতন কুমার মজুমদার।

দলিল লিখক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রবীন দলিল লিখক এনামুল হক চৌধুরী, প্রিজাইডিং অফিসার আলহাজ্ব মোঃ শাহজাহান।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু এবং শেষ হয়।

এতে প্রত্যেক ভোটার ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *