
বুড়িচং মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে এবি পার্টির প্রার্থীর উঠান বৈঠক
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার ২৯ জানুয়ারী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের আমার বাংলাদেশ (এবি পার্টির) মনোনীত ঈগল প্রতিকের এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহম্মেদ ভুঁইয়ার নির্বাচনী প্রচার প্রচারনায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এলাকায় আবিদপুর বাজার এলাকায় সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে উঠানে বৈঠক করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত ঈগল প্রতিকের এমপি প্রার্থী ব্যরিস্টার যোবায়ের আহম্মেদ ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মতিন মাষ্টার সভাপতিত্ব করেন মোঃ মুকবুল হোসেন
বক্তব্য রাখেন মোঃ হুমায়ুন কবির.তারেক. আশরাফুল ইসলাম রাজু. মুক্তুল মাল.রাশেদুল ইসলাম রিপন. রাসেল.হাবিব।