
গজারিয়া বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
ওসমান গনি, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নে গনসংযোগ লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
গজারিয়া উপজেলা জামালদী বাসষ্টান্ড থেকে বালুয়াকান্দী ইউনিয়ন এর ছোট রায়পাড়া পর্যন্ত বিশাল মিছিলসহ এই কর্মসূচি পালিত হয়।
জেলা যুবদলের সিনি:যুগ্ম মো:মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের মাঝে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:রফিকুল ইসলাম (ভিপি মাসুম),এম ইসহাক আলী চেয়ারম্যান, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, যুগ্ম আহবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন এর পক্ষে বিভিন্ন স্লোগান দেন ও স্থানীয় ছোট রায়পাড়া গ্রামে বৃক্ষরোপণ করা হয়।