লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

অর্থনীতি কুমিল্লা কৃষি চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

“অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ১৮ আগষ্ট সোমবার বিকেলে কুমিল্লার  লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মৎস্য চাষিদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  উপজেলা পরিষদ মসজিদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র ( অতিরিক্ত দ্বায়িত্ব) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মিলন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ সবুজ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০ কেজি পোনামাছ অবমুক্ত ও মাছ চাষে বিশেষ অবদানের জন্য গুনগতমানের পোন উৎপাদনে মায়ের দোয়া মৎস্য খামারের দুলাল মিয়া, মৎস্য উৎপাদন সোহেল রানা, প্লাবন ভুমিতে সমবায় ভিত্তিতে মাছে ইমরান হোসেন, পাঙ্গাস-তেলাপিয়া মিশ্র মাছ চাষের জন্য ইয়াছিন মিয়া কে সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ থেকে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *