
সড়কে ডাকাতি-ছিনতাই রোধে লালমাইতে দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার
গাজী মামুন, লালমাইঃ
ডাকাতি ও ছিনতাই রোধে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের ঝুকিপূর্ণ এলাকা ভূলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন কলমিয়া হাজী সামছুল হক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ এর নির্দেশনায় মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার দৃশ্য দেখে মোশাররফ ও তার ফাউন্ডেশনের প্রশংসা করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা, লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এবং এই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীরা।
একপর্যায়ে রাস্তার দু’পাশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে আসেন ইউএনও হিমাদ্রী খীসা। এ-সময় তিনি স্বেচ্ছাসেবীদের কাজের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
জানতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোক্তা মোশাররফ বলেন, ডাকাতি ও ছিনতাই রোধে নিজ উদ্যোগে সড়কের দু’পাশে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি।
ঝোপঝাড়ের কারণে সড়কের উভয়পাশে কিছু দেখা যায় না। সড়কের ঝোপঝাড় পরিস্কার হলে অপরাধের পরিবেশ থাকবে না।