
ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি
গাঁজাসহ আটক-২
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ শনিবার ১৬ আগষ্ট শশিদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে অনন্তপুর এলাকা থেকে তুহিন (২২) এবং জমির হোসেন (৪২) নামে ২ জনকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
এ সময় পুলিশ মাদকের কাজে ব্যবহারের করা একটি সিএনজি আটক করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই
মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ শশিদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর এলাকায় একটি সিএনজি আটক করে।
পুলিশ সিএনজিতে তল্লাশি চালিয়ে তুহিন ও জমির হোসেনের তত্ত্বাবধানে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটকিত তুহিন উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার রওশন আলীর ছেলে এবং জমির হোসেন দেবীদ্বার উপজেলার দলহাস গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে এবং তাদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।
সৌদিতে নির্যাতিত নারীকে ফিরে এনে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা