
বিজয় দিবসে বাকেরগঞ্জে জামায়াত ইসলামীর বর্ণাঢ্য র্যালি
মোঃ সুমন ভূঁইয়া, বাকেরগঞ্জঃ
মহান বিজয় দিবস বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জামায়াতে ইসলামীর এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা হয়ে ডাকবাংলোর সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, মাওলানা আবুল হোসেনসহ দলের রুকনরা বক্তব্য রাখেন।