আওয়ামী-ফ্যাসিবাদিরা যাতে ফিরে না আসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ বরকত উল্লাহ বুলু

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আওয়ামী-ফ্যাসিবাদিরা যাতে ফিরে না
আসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ
বরকত উল্লাহ বুলু

 লাকসাম প্রতিনিধিঃ

আওয়ামী ফ্যাসিবাদিরা যাতে ফিরে না
সে দিকে লক্ষ্য রাখতে হবেঃ
বরকত উল্লাহ বুলু

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, সাবেক স্বৈরাচারী সরকারের দোসর ও ফ্যসিষ্ট আওয়ালীগ যাতে পুনরায় ফিরে আসতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাস্ট কাঠামো সংস্কারে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা।

তিনি বৃহস্পতিবার সারাদিন লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ সব কথা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন।

এ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

এটি দেশের ব্যবসা-বানিজ্য, আইন শৃঙ্খলা ও সামগ্রীক সৃষ্টিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্মেলনের শুরুতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন শুরু হয়।

এতে সভাপ্রতিত্ব করেন মনোহরগঞ্জ  উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী।

সভা শেষে ইলিয়াছ পাটোয়ারীকে সভাপতি, সারোয়ার জাহান দোলন কে সাধারন সম্পাদক ও মাসুদুল আলম বাচ্চু এবং মোবারক হোসেনকে যৌথ ভাবে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফোর সদস্য নিয়ে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি কমিটি ঘোষনা করেন।

দ্বিতীয় পর্বে লাকসাম উপজেলা বিএনপির সম্মেলন শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

অন্যান্যদের মধ্যে হাজী নুর হোসেন চেয়ারম্যান, ইব্রাহিম খলিল, আবদুর রহমান বাদল, মোশারফ হোসেন মুশু উপস্থিত ছিলেন।

সভাশেষে আবুল কালাম সভাপতি, আবদুর রহমান বাদল সাধারন সম্পাদক ও মোশারফ হোসেন মুশু ও হারুন রশীদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে লাকসাম উপজেলা কমিটি সুপার থ্রী ঘোষনা করেন।

একই দিন বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন থাকলেও তা আগামী ২২ আগষ্ট ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগে আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে লড়তে হয়েছে। আজ আরও একটি ছায়া শক্তির সাথে লড়তে হচ্ছে।

যারা আজ ধর্মের দোহাই দিয়ে সরল মানুষকে বোকা বানাচ্ছেন, তারাই ধর্ম ব্যবসায়ী। জিয়াউর রহমান ছিলেন একজন সৎ রাষ্ট্র নায়ক।

সম্মেলনে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও সম্মেলনের সভাপতি আবুল কালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন এমপি, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তফা মিয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা বিএনপির সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলম হেনা, কুমিল্লা মহানগরী বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা জামান, কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মরহুম কর্নেল আজিম কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা শাহ সুলতান খোকন, সারোয়ার জাহান দোলন, বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব  বেলাল রহমান মজুমদার, আবুল হোসেন মিলন,  পৌরসভা নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও আবু বকর মিল্টন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ ইউসুফ ভুঁইয়া, কাজী আবুল বাসার, মাসুদুর আলম বাচ্চু ও গিয়াস উদ্দিন সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলী আক্কাস লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *