
সোনাইমুড়ীতে সাংবাদিক তুহিন ও আনোয়ার হত্যার প্রতিবাদে মানববন্ধ
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলায় সোনাইমুড়ী উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ও সাংবাদিক আনোয়ার হোসেন সোহরাব এর উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকারের কথা তুলে ধরেন। তারা বলেন সাম্প্রতিক সময়ে যে হারে সাংবাদিকের উপর অমানুষ নির্যাতন করা হচ্ছে, এতে বুঝা যায় যে সাংবাদিকরা দুর্বৃত্তদের টার্গেট পরিণত হয়েছে।
নেতারা আরো বলেন,আমরা চাই বর্তমান সরকার সাংবাদিকদের কাজ করার জন্য সুন্দর পরিবেশ করে দিবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবে এমনটাই আশা করেন সাংবাদিক নেতারা।
তারা আরো বলেন,সাংবাদিকদের লেখা পক্ষে গেলে বাহবা পায় আর বিপক্ষে গেলে কেন তাদের নির্যাতনের শিকার হতে হয়। আর সম্প্রতি সময়ে দুর্বৃত্তরা সাংবাদিকদের টার্গেট করে কিলিং মিশনে নেমেছেন।
সরকারের উচিত সাংবাদিকদের কাজ এর অবাধ সুন্দর ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে দেওয়া এবং সন্ত্রাসীদের নেটওয়ার্ক বিভিন্ন অভিযানের মাধ্যমে পুরো ধ্বংস করে দেওয়া উচিত। যাতে করে আর কোন সন্ত্রাসী সাংবাদিকদের আক্রমণ করার সাহস না পায় এমন দৃষ্টান্ত স্থাপন করা বর্তমান সরকারের উচিত বলে সাংবাদিক নেতারা মনে করেন।
এই সময় সোনাইমুড়ী উপজেলাতে বিভিন্ন পর্যায়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।