জামায়াতের জরুরী বৈঠকে ৭ দফা ঘোষণা

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জামায়াতের জরুরী বৈঠকে ৭ দফা ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গঠন বলে উল্লেখ করে, ঐতিহাসিক জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, সনদটির আইনগত ভিত্তি প্রদান ও এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে পুনর্ব্যক্ত করা হয় তাদের ঘোষিত ৭ দফা দাবি। এগুলোর মধ্যে রয়েছে—৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গঠন।

সভায় নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *