সিরাজগঞ্জে যুবদলের ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‍্যালী

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

 সিরাজগঞ্জে যুবদলের ফ্যাসিবাদ

বিরোধী বিজয় র্যালী

আশিকুল ইসলাম, সিরাজগঞ্জঃ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে যুবদলের বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টায় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এই বিজয় র্যালি ও গণমিছিল শুরু হয়।

এতে এলাকার শতাধিক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন। গণমিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বড়ধুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়ধুল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ কছির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, সহকারী যুগ্ম আহ্বায়ক মোঃ আলমসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দিন। এই দিনটি আমাদের গণতন্ত্র ও ন্যায়ের পথে সংগ্রামের প্রতীক।

আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে যুবদল মাঠে আছে এবং থাকবে।

পরে সমাবেশে সরকারের দমন-পীড়ন, গণতন্ত্র হরণ ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানানো হয়।

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *