ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উন্নয়ন সংস্থার মত বিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উন্নয়ন সংস্থার মত বিনিময় সভা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

বুধবার বিকেলে  রাজধানী ঢাকার”ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” কাকরাইলে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার উন্নয়ন সংস্থার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মো: ইকরামুল হক ও মো: কামরুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম- প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জুলাই অভ্যুত্থানকে সফল করতে নির্বাচনের পূর্বে সংস্কার এবং বিচারকার্য শেষ করা।

এছাড়া নির্বাচনের জন্য পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, যা এখনো দৃশ্যমান হয়নি।

প্রবাসে প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রয়েছেন। তাদের ভোটের অধিকার নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দিক। বিপ্লবকে ব্যর্থ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে।

এ সকল ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই দেশ শাহ জালালের দেশ, শাহ পরানের দেশ, হাজী শরীয়ত উল্লাহর দেশ, তিতুমীরের দেশ। তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।


কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হিফজুর রহমান, আড়াই বাড়ি দরবার শরীফের পীর সাহেব গোলাম খবীর সাঈদি, হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আযাদ বাশার, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হান্নান, কুমিল্লা জজকোর্ট বার এসোসিয়েশন সহ-সভাপতি এডভোকেট এরশাদুর রহমান, কবি ও সাহিত্যিক মাওলানা শাইখ জামাল উদ্দিন, ঢাকা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোন্তাকিম, প্রফেসর হুমায়ুন কবীর, মেজর (অবঃ) মোস্তফা মামুন, জনতা ব্যংকের সাবেক ডিজিএম আবুল কালাম আযাদ।

আরও বক্তব্য রাখেন বি.পাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বি.পাড়া নায়েবে আমির খন্দকার শাহ জালাল, সেক্রেটারি মাও.আনিসুর রহমান, কুমিল্লা-৫ আসনের সদস্য সচিব এডভোকেট মো:আবদুল আউয়াল প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *