
গোপালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের গোপালপুরে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি,মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ,পরিচালনা,ব্যবস্থাপনা এবং পরিচালনা পদ্ধতি শক্তিশালীকরণের উদ্দেশ্যে গোপালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ জুলাই সোমবার বিকেলের এই অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস আয়োজন করে। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের সহযোগিতায় জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম।
আজকের এই অনুষ্ঠানে ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এসএসসি পর্যায়ে ১০ হাজার ও এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
সহকারী অধ্যাপক কে.এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।