কুমিল্লায় হাজী আলী আকবর মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লায় হাজী আলী আকবর মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হাজী আলী আকবর মডেল কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে কোটবাড়ী রোডের ধনপুর এলাকায় কলেজের অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহ-সভাপতি উম্মে কুলসুম মুনমুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, কুমিল্লা আবৃত্তি জোটের সভাপতি বদরুল হুদা জেনু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ এবং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিবুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বাতাবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, রাজাপুর ফয়েজুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বি.এ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বর্ডারগার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, কলেজের পরিচালক মোহাম্মদ রোজেল মাহমুদ, কুমিল্লা কোটবাড়ি শাখা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ আলী আহসান তারেক এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবদুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অর্থ পরিচালক মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া, অগ্রদূত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইয়াছিন হোসেন রাকিব এবং ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই কৃতি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের এমন সম্মাননা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।” সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
https://www.sangbadtoday.com/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97/

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *