লাকসামে স্মার্ট কার্ড বিতরণ হেল্পডেস্ক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র জামায়াত প্রার্থীর পরিদর্শন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে স্মার্ট কার্ড বিতরণ হেল্পডেস্ক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র জামায়াত প্রার্থীর পরিদর্শন

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে স্মার্ট কার্ড গ্রহণকারীদের জন্য স্থাপিত জামায়াতের হেল্পডেস্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেবা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও তিনি স্মার্ট কার্ড বিতরণ কর্মীদের খোঁজখবর নেন এবং মাঠে থাকা বিএনপি নেতা-কর্মীদের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি সৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; এটি একটি আর্তমানবতার সেবার সংগঠন। জাতির ক্রান্তিলগ্নে কিংবা স্থানীয় সামাজিক সমস্যা নিরসনে, ব্যক্তিগত সমস্যা সমাধানে জামায়াতের কর্মী বাহিনী সদা সচেষ্ট রয়েছেন।
তিনি বলেন, নরপাটি হাই স্কুল কেন্দ্রে তিনদিন ব্যাপী স্মার্ট কার্ড বিতরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হেল্পডেস্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্মার্ট কার্ড গ্রহণকারীদের যে কোন সহযোগিতার জন্য একঝাঁক কর্মীবাহিনী নিয়োজিত রয়েছে।
এ সময় ডঃ সরওয়ার ছিদ্দিকী কোন ধরনের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ভাই ভাই হিসেবে সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে স্মার্ট কার্ড বিতরণে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মোশারফ হোসেন, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসীন, ইউনিয়ন আমীর মাওলানা আহসান উল্লাহ, সেক্রেটারি হাফেজ আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এদিকে স্থানীয় লোকজন জানায়, সকালে গেইটে দাঁড়িয়ে বিএনপি ও জামায়াতের কর্মীরা স্ব স্ব প্রার্থীর লিফলেট বিতরণ করছিল।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। তবে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *