
সাটডাউনের ভিডিও দেখে লাকসামে ছাত্রলীগ কর্মী আটক
লাকসাম প্রতিনিধিঃ
সাটডাউনের ভিডিও দেখে লাকসামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ সোমবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত শাহাদাত হোসেন (২৫) নামের ওই যুবক পাশ্ববর্তী নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ৩ নং নোয়ান্নাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মোল্লা বাড়ীর জসিম উদ্দিন ও নারগিস আক্তারের ছেলে। সে আরএফএল গ্রুপের এস আর হিসেবে লাকসাম শাখায় কর্মরত।
সে গত ১৩ নভেম্বর সারাদেশে সাটডাউনের আন্দোলন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সেই ভিডিও দেখে তাকে সনাক্ত করে জনতা পুলিশে সোপর্দ করে।
পুলিশ নাশকতার অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।