
লালমাই আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গোলাম মোস্তফা মজুমদার, লালমাইঃ
সাভার উপজেলার গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও সাভার মডেল কলেজে ১৫ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকায় প্রতি বছরের ন্যায় এবারও আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়।
আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৫ মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমটি হচ্ছে গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় এ কেন্দ্রে মোট ২১টি স্কুলের ৬৬৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় কেন্দ্র সাভার মডেল কলেজে ৬টি স্কুলের ৩৬৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণে সর্বমোট ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উক্ত বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয় সুষ্ঠুভাবে দুপুর ১টায় পরীক্ষা সম্পন্ন হয়।
আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ লুৎপুর রহমান মোল্লা স্বর্ণকলি আদর্শ স্কুল ও কেন্দ্র সচিব হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক প্রধান শিক্ষক হলি ক্রিসেন্ট স্কুল এবং হল সুপারের দায়িত্ব পালন করেন মোঃ নুর নবী অধ্যক্ষ জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ূন কবির সানরাইজ স্কুল এন্ড কলেজ।
সার্বিক সহযোগিতা ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আল আমিন প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার সম্পাদক দৈনিক সাভার বার্তা, আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ,আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এসোসিয়েশন এর সম্মানিত কমিটির সদস্য বৃন্দ, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রিন্টও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।