মাইলস্টোনের ঘটনায় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বানঃ ডা. শফিকুর রহমান

জাতীয় ঢাকা দুর্ঘটনা রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

মাইলস্টোনের ঘটনায় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বানঃ ডা. শফিকুর রহমান

ঢাকা:

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে শফিকুর রহমান এ আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা নিহতদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’

 

প্রসঙ্গত, সোমবার দুপুর একটার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। এ ঘটনায় তিনি নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।

এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতির গভীর শোক


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *