মাল্টিমিডিয়া সাংবাদিকতায় লক্ষ্মীপুরে ৩৫ সাংবাদিককে সনদপত্র প্রদান

চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় লক্ষ্মীপুরে ৩৫ সাংবাদিককে সনদপত্র প্রদান

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী “মাল্টিমিডিয়া জার্নালিজম” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার-রোববার (১৮-২০ জুলাই) সমাপ্ত করা হয়েছে।

এতে রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার ও শেষ দিনে সহকারি কমিশনার ভুমি দেবব্রত সনদপত্র তুলে দেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ইউল্যাব-এর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী।

অনুষ্ঠানে রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি তাবারক হোসেন আজাদ, দেশ রুপান্তর রায়পুর প্রতিনিধি এমআর সুমন, জনকন্ঠ রায়পুর প্রতিনিধি প্রদীপ কুমার রায়, ইত্তেফাক রামগন্জ প্রতিনিধি ফারুক হোসেন, কালবেলা রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন, রামগন্জ প্রতিনিধি ইকবাল হোসেন ও আমার দেশ রামগন্জ প্রতিনিধি মাসুদ রানা মনি প্রমুখ।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া জার্নালিজমের আধুনিক কৌশল, সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *