
খানা খন্দকে ভরা চৌদ্দগ্রাম গুণবতী-পদুয়া সড়ক মেরামত করলেন জামায়াত নেতা
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ‘গুণবতী-পদুয়া সড়ক’ গত বছরের বন্যার পর থেকে খানা খন্দকে ভরপুর হয়ে গেছে। ফলে যানবাহন ও মালবাহী গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের কষ্ট বিবেচনায় শুক্রবার গুণবতী ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবদুল আজিজ সড়কটি ‘সাময়িক’ মেরামত করে দিয়েছেন।
এতে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে খানা খন্দকে ভরপুর গুণবতী-পুদয়া সড়ক।
এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাঞ্চল, নাঙ্গলকোট উপজেলার কয়েকটি ইউনিয়ন ও ফেনীর একটি অংশের মানুষ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। চলতি মাসের কয়েকদিন টানা বৃষ্টির সময় গাড়ি চলাচলের কারণে সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়।
এতে সড়কে যানবাহন চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়নি। মানুষের কষ্টের কথা চিন্তা করে শুক্রবার জামায়াত নেতা আবদুল আজিজ গুণবতী বাজার থেকে ফেরীঘাট পর্যন্ত সড়কটিতে ইট ও ইটের সুরকি ফেলে সাময়িক মেরামত করেছেন।
এতে যানবাহন ও মালবাহী গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। ফেরীঘাট থেকে পদুয়া বাজার পর্যন্ত সংস্কার হলে ভোগান্তি পুরোপুরি কমে যাবে।
শুক্রবার সন্ধ্যায় গুণবতী ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবদুল আজিজ বলেন, ‘মানুষের কষ্টের কথা বিবেচনা করে গুণবতী মাস্টার পাড়ার যুবকরাসহ সড়কটি সংস্কার করেছি। কাজ করার সময় ও পরবর্তীতে যানবাহনের যাত্রী, চালক ও সাধারণ মানুষ অভিনন্দন জানাচ্ছেন। ভবিষ্যতেও এ রকম সামাজিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ’।