
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে
গৃহবধূ নিহত !
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মর্জিনা বেগম (৩০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনায় মারুফা বেগম (২৫) নামে অপরজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত পনির উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম গৃহস্থালীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ভাবী মারুফা বেগমও দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় মর্জিনা বেগম ঘটনাস্থালেই নিহত ও মারুফা বেগম আহত হন। মারুফা বেগম নিহত মর্জিনার ভাই আশরাফুল ইসলামের স্ত্রী।
আহত মারুফা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বিদ্যুৎস্পৃষ্টে ননদ নিহত ও ভাবী আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d/