রাজশাহী নগরীতে নারীসহ ৩ কারবারি গ্রেফতার

আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী নগরীতে নারীসহ ৩ কারবারি গ্রেফতার

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলপুকুর ও বায়ালিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), সে নগরীর বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা। মোঃ সাইফুল ইসলাম (৩২), সে সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করে, ও মোঃ ইমরান নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার বাসিন্দা।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় বেলপুকুর থানার ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তুফানীকে আটক করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে সাইফুলকে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ আটক করা হয়। একইদিন মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডল-সহ ইমরানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা স্বীকার করে জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক কাছে রেখে ছিল তারা।

এ ব্যপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *