লালমাই যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে নারী প্রশিক্ষনার্থীকে যৌন হয়রানির অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে নারী প্রশিক্ষনার্থীকে যৌন হয়রানির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা লালমাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান বিরুদ্ধে প্রশিক্ষণরত নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি, শ্লীলতাহানি ও মানসিক নির্যাতন করার অভিযোগ।

ভ্রাণমান্য কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণরত নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি, শ্লীলতাহানি ও মানসিক নির্যাতন করার অভিযোগ এনেছেন প্রশিক্ষণরত নারী শিক্ষার্থীরা ।

এ নিয়ে প্রশিক্ষণ শিক্ষার্থীদের ১০জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দাখিল করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসার বরাবর।

অভিযোগসূত্রে জানা যায়, গত ১লা জুলাই, ২০২৫খ্রি. হতে শুরু হওয়া ভ্রাণমান্য কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণে আসা নারী শিক্ষার্থীদের একেক সময় একদিন তার অফিস রুমে ডেকে নানা প্রকার অশ্লীল ভাষায় কথা বলা, যৌন হয়রানি, শ্লীলতাহানি ও মানসিক নির্যাতন করা হয় এবং কি শরীরের বিভিন্ন স্পর্শকাতার জায়গায় টাচ্ করে যৌন হয়রানি করার মতো গুরুতর অভিযোগ লালমাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে।

অভিযোগপত্রটিতে স্বাক্ষর করেছেন ভ্রাণমান্য কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণে আসা নারী শিক্ষার্থীদের ছোঁয়া পাল, পেয়ারা আক্তার, নাজমা আক্তার, তুলনা পাল, পিংকি, জান্নাতুল, সামিয়া, ইরফাত, ঝুমুর, রাখি।

এবিষয় অভিযুক্ত উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান কাছে জানতে চাইলে তিনি বলেন, “এটি একটি যড়যন্ত্র, আমি যড়যন্ত্রের শিকার হয়েছি।

অভিযোগের বিষয় লালমাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিমাদ্রী খীসা জানান, আমি একটি অভিযোগ পেয়েছি, আমার কাছে ভ্রাণমান্য কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষনার্থী নারী শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছেন। যার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *