
যুবদল নেতার রোগমুক্তি কামনায়
গৌরীপুরে দোয়া মাহফিল
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও প্রবীণ নেতা আবুল খায়ের মজনুর আশু রোগমুক্তি কামনায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাগরিব বাদ গৌরীপুর উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মৃধা। দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন মৃধা প্রমুখ। দোয়া পরিচালনা করেন যুবনেতা সাহেব আলী।
বক্তারা তাদের বক্তব্যে মজনুর রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা স্মরণ করে তার সুস্থতা কামনা করেন। তারা বলেন, “দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে ভোগছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি।
” অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।