ছাত্রদল সভাপতির জামায়াতে যোগদান

জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

ছাত্রদল সভাপতির জামায়াতে যোগদান

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান করেন শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগপত্র পাঠিয়ে বিকেলে জামায়াতে যোগ দিয়েছেন তিনি। নিয়ামতপুর উপজেলার হেলিপ্যাড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে প্রকাশ্যে জামায়াতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।
নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাৎক্ষণিক গলায় মালা পড়িয়ে শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতোকে স্বাগত জানানো হয়।
দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে পদত্যাগপত্র পাঠান মাহাতো।
পদত্যাগপত্রে বিদ্যুৎ চন্দ্র মাহাতো ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতার কথা দাবি করলেও পদত্যাগের পরপর তার ভিন্ন রাজনৈতিক দলে যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে। দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ এভাবে দলত্যাগ দলীয় শৃঙ্খলার পরিপন্থি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর সব কর্মকাণ্ড ভালো লেগেছে। হিন্দু ধর্মাবলম্বীর হয়ে জামায়াতে যুক্ত হওয়ার সুযোগ আছে কি না, সে বিষয়ে অনেকের কাছে পরামর্শ নিয়েছি। এরপর জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর কাছে এ দেশ নিরাপদ। প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা এ দল পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাই ছাত্রদলের রাজনীতিকে বিদায় জানিয়ে জামায়াতকে বেছে নিলাম।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *