
ধর্মপাশায় বিলে সেচ দিয়ে মাছ ধরার অভিযোগে যুবকের ১ মাসের কারাদণ্ড
এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপেজলার পাইকুরাটি ইউনিয়নের আতলা বিলে সেচ দিয়ে মাছ ধরার অভিযোগে মোঃ ইসলাম উদ্দিন (২৭) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ দিনের বিমাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ইসলাম উদ্দিন একই ইউনিয়নের কুর্শিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, আইন অমান্য করে বিল সেচে মাছ শিকার করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এরা মাছের বংশ ধংশ করে দিচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।