লাকসামে জুলাই শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আইন আদালত ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জুলাই শহীদের কবরে

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

লাকসাম প্রতিনিধিঃ

২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু ইউসুফের কবরে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌরসভা প্রশাসন। ওইদিন বাদ জোহর স্থানীয় মসজিদে আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মিলন চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, কৃষি অফিসার আল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মর্কতা মোঃ শওকত আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শহীদ আবু ইউসুফের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওইদিন বাদ জোহর স্থানীয় মসজিদে আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক হস্তান্তর


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *