
লাকসামে বিএনপির ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
লাকসাম পতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার ৪নং কান্দিপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড (ইরুয়াইন) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও দাওয়াতি কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০ জন সক্রিয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল তিনটায় লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন।
নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন:
হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, আমির, জামায়াতে ইসলামী, লাকসাম উপজেলা।
জোবায়ের ফয়সাল, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, লাকসাম উপজেলা।
জাহিদুল ইসলাম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা জেলা দক্ষিণ।
হাফেজ মাওলানা আবু হানিফ, আমির, ৪নং কান্দিপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল আদর্শ এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে।
কান্দিপাড় ইউনিয়নের এই যোগদান কর্মসূচি সেই গণজোয়ারেরই এক অংশ।
বক্তারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে নতুন কর্মীরা সামনের দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
যোগদানকারী কর্মীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, জামায়াতের নিয়মতান্ত্রিক দাওয়াতি কার্যক্রম এবং দেশপ্রেমিক আদর্শে উজ্জীবিত হয়েই তারা পুরোনো দল ত্যাগ করে এই সংগঠনে শামিল হয়েছেন।