
রায়পুরে শহীদ হাদীর গায়েবানা
জানাজা ও বিক্ষোভ সমাবেশ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ সন্ধায় রায়পুর বাসটার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসটার্মিনাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গায়েবানা জানাজায় রায়পুর শহর শিবিরের সভাপতি নূর নবি ইমামতি করেন।
এসময় জেলা জুলাইমঞ্চের যুগ্মআহবায়ক ওসমান গনি, ব্যাবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, ছাত্রনেতা সবুজ হোসেন, নাইমুল ইসলাম ও ফারহান খান নাইম, মহিউদ্দিন, ফজলে রাব্বি, সিয়াম হোসেনসহ -শিক্ষার্থী এবং সক্রিয় ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, খুনি যদি পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে থাকে, তাকে ধরে আনতে হবে।
আমরা খুনিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। কেউ যদি উদারতার কথা বলে, জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। আমাদের আন্দোলন চলমান, আমাদের লড়াই চলবে।
একজন হাদীকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদী ফিরে আসবে। আমাদের সামনে এখন এক অঘোষিত যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা সবাই অংশ নেবো। যারা হাদীকে হত্যা করেছে, তাদের পতন নিশ্চিত।
জানাজার শুরুতে শিবির নেতা নুরনবি বলেন, খবরটি শোনার পর খুব কষ্ট পেয়েছি। আল্লাহ মানুষের জীবন নির্ধারণ করেন, কিন্তু কিছু বিষয় মেনে নেওয়া কঠিন। তারপরও আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন ওসমান হাদীকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তার আত্মার মাগফেরাত কামনা করছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।