বুড়িচংয়ে মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

বৃহস্পতিবার ২২ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলা পুর  উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের আয়োজন শতাধিক রকমের  পিঠা প্রদর্শনীর মধ্যে দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে ৮ স্টলে শিক্ষার্থীরা শীতের নানা রকম পিঠা তৈরি করে উৎসবে মেতেছিল বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক গণ।

অপরদিকে একই দিনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, আইন বিভাগ ও সাবেক ডিন আইন অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, প্রধান শিক্ষক মোঃ শাহ আলম সুজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন এবং পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ বাছির মিয়া।

অনুষ্ঠানের পৃষ্ঠ পোষক ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু মুছা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসি, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হোসেন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, সাবেক অভিভাবক সদস্য মোঃ কামাল হোসেন, সাবেক অভিভাবক সদস্য ইউনুস মিয়া, রফিকুল ইসলাম অরুণ, অবসর ব্যাংক কর্মকর্তা মোঃ এরশাদুল হক।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হোসনেরা জেসমিন, মকবুল হোসেন ভূইয়া, মোমিনুর রহমান বুলবুল, আব্দুল হক, আবুল কালাম, মৌলভী আলী আকবর, হারুনুর রশিদ ভূইয়া, মোঃ রায়হান, মোস্তাফিজুর রহমান, ইসরাত জাহান  প্রমূখ।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ  বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *