নির্বাচন হবে কোথাও নির্বাচনের লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই: উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নির্বাচন হবে কোথাও নির্বাচনের লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই: উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর :

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোথাও নির্বাচনের লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই। আমরা কোন প্রার্থীর সঙ্গে কথা বলছি না।

আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ প্রশাসন করবেন। প্রশাসন মোটেও কোন পক্ষপাতিত্ব করবে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷  ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।

২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *