মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে-কুষ্টিয়া জেলা প্রশাসক

আইন আদালত খুলনা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে-কুষ্টিয়া জেলা প্রশাসক

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় উল্লেখ করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে কুমারখালীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক বলেন, ‘সবাইকে কর্মক্ষেত্রে মানবিক হতে হবে। ব্যবহারে বিনয়ী ও নম্র হতে হবে। আমাদের বেতন হয় মানুষের ট্যাক্সের টাকায়। সুতরাই আমাদের মানুষের জন্যই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘মসজিদে ইমামদের গণভোট সম্পর্কে প্রচার করতে বলা হয়েছে। তারা সেটা করেছেন। আগামী নির্বাচনের আগেই ওসি সাহেবকে অস্ত্র উদ্ধারে তৎপর হতে বলেছি। আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কাজ করছে। কয়েক জায়গাতে জরিমানা করা হয়েছে।

ধীরেধীরে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর হতে যাচ্ছি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার ওসি জামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামীমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুলসহ অন্যরা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *