
সংস্কারের জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে-তথ্য ও সম্প্রচার সচিব ফারজানা
শিবলী সাদিক, রাজশাহীঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী সংসদ নির্বাচনের এখনও প্রচারণা শুরু হয়নি।
তবে, প্রচারণা প্রাধান্য পেয়েছে গণভোটের।
সারাদেশের ন্যায় রাজশাহী শহর থেকে ছড়িয়ে পড়েছে একেবারে গ্রামের প্রত্যান্তঞ্চলেও চলছে গণভোটের ব্যাপক প্রচারণা।
স্থানীয় প্রশাসনের তথ্য মতে, ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি টানা ১০ দিনের কর্মসূ০চির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে।
এ কর্মসূচির মধ্যে একেক দিন একেক ভাবে প্রচারণা করা হচ্ছে। দেশের চাবি আপনার হাতে এ স্লোগানে গ্রামে গ্রামে মাইকিং, ভিডিও প্রচার জুম্মা মসজিদে নামাজের পরে মুসল্লিদের গণভোটের সম্পর্কে জানানোর হ্যান্ডবিল বিলি স্থানীয় সাংবাদিক ও সুসিল সমাজের ব্যাক্তিদের সাথে মত বিনিময় ও গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ শিক্ষা প্রতিষ্ঠানে নানানভাবে প্রচারণা চালানো হচ্ছে। এতে গ্রামের সাধারণ নারী-পুরুষ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রচারণায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকারে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও সদস্য ও পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর কর্মচারীগণ প্রতি ওয়ার্ডের পাড়া মহল্লায় উঠান বৈঠকসহ সাধারণ ভোটারদের গণভোটের হ্যাঁ, না সম্পর্কে ধারণা দিচ্ছেন।